চলতি বছর ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন ৮২৪ অভিবাসনপ্রার্থী। গত দেড় সপ্তাহেই সংখ্যাটি ছিল প্রায় ৩০০। শনিবার (২৯ এপ্রিল) এ তথ্য প্রকাশ করে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম)। সংস্থাটির অফিশিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করা হয়ে এই রিপোর্ট।
এ নিয়ে আইওএম এর প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে আফ্রিকা থেকে ইউরোপ পাড়ি দেয়ার সময় এসব প্রাণহানির ঘটনা ঘটছে। এর মধ্যে, তিউনিসিয়া উপকূলে সর্বোচ্চ মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
দেশটির বন্দর নগরী স্ফ্যাক্সের প্রশাসনিক মুখপাত্র ফাউজি মাসমুদি জানিয়েছেন, গেলো ১০ দিনেই দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীর মরদেহ মিলেছে। এর মধ্যে আফ্রিকান নাগরিক ছাড়াও রয়েছেন সিরীয় ও বাংলাদেশি। হাসপাতালের মর্গে চাপ কমাতে, দ্রুত সারা হচ্ছে দাফন। অবশ্য কবর দেয়ার আগে পরিচয় নিশ্চিতের জন্য সবার ডিএনএ সংগৃহীত হচ্ছে এমনটাও জানান মাসমুদি। দেশটি জানিয়েছে, বছরের প্রথম চার মাসেই উপকূল থেকে ফেরানো হয়েছে ১৫ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে।