ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে ৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে ১২ টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের, জাকেরার সূরার, আরোজখার ডাংগি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হলেন -আরোজখার ডাংগি গ্রামের
ইয়াছিন শিকদারের ছেলে জাহিদ শিকদার।
পুলিশ সুত্রে জানা যায়,বুধবার দুপুরের দিকে জাকেরার সূরার, আরোজখার ডাংগি গ্রামের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদ কে আটক করা হয়। এ সময় জাহিদকে তল্লাশি করে ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চরভদ্রাসন থানার ওসি মিন্টু মন্ডল বলেন আটকৃত আসামি আগে একটি মাদক মামলা ছয় মাসের ৬ মাসের সাজা প্রাপ্ত আসামি ছিল, এবং সে পলাতক ছিল, এবং তার বিরুদ্ধে নতুন করে একটি মাদক মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানে ওসি মিন্টু মণ্ডলের নেতৃত্বে উপস্থিত ছিলেন এএসআই আকরাম এএসআই শফিউল এএসআই কামরুল সহ সঙ্গীয় ফোর্স।