ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২ টি অবৈধ কারেন্ট জাল এবং ৫ টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
রবিবার (১৯ মে) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
অভিযানে চালিয়ে ২ টি অবৈধ কারেন্ট জাল এবং ৫ টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।পরে জনসম্মুখে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালিত হয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে।অভিযান পরিচালনা করেন অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম জাহাঙ্গীর কবির ,ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃজুয়েল রানা । এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী মোঃশামীম আরিফিন , ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী মোঃ নাঈম মোল্যা, চরভদ্রাসন থানার পুলিশ ফোর্স।