প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সামরিক হাসপাতালে ভর্তি আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনো করোনা মুক্ত হননি। তবে এর মধ্যে ঘটালেন ‘বিস্ময়কর’ ঘটনা। করোনা আক্রান্ত হয়েও হাসপাতাল ছেড়ে গাড়িতে করে বেরিয়ে পড়েছেন।
জানা যায়, সমর্থকদের চমকে দিতে রবিবার কিছুসময়ের জন্য হাসপাতাল ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই প্রেসিডেন্টের করোনায় আক্রান্ত হওয়ার কথা শুনে তার যেসব সমর্থক হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন তাদের দেখা দিতেই তিনি হাসপাতাল ছাড়েন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সমর্থকদের চমকে দিতে সফর করবেন এমন ঘোষণার কিছু সময়ের মধ্যে গাড়ির ভেতর মাস্ক পরে হাসপাতালের বাইরে ট্রাম্পকে দেখা যায়।
ভিডিওতে দেখা যায় ট্রাম্প মাস্ক পড়ে গাড়ির পিছনে বসে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন। এছাড়া টুইটারে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, করোনার চিকিৎসা নেওয়া কালে তিনি অনেক কিছু শিখেছেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, হাসপাতাল থেকে গাড়ি নিয়ে বের হওয়ার বিষয়টিকে চিকিৎসকরা নিরাপদ হিসেবে জানানোর পর ট্রাম্প হাসপাতাল ছাড়েন। বিবিসি, এনডিটিভি