চতুর্থ স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে পাঠানো হয়েছে ইসলামি বক্তা হাসানুর রহমান হুসাইন নক্সেবন্দীকে। ২৬ ফেব্রুয়ারি দুপুরে গ্রেফতারের পর আদালতের পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজধানীর কমলাপুরের একটি মসজিদ থেকে বের হয়ে সিলেটে মাহফিলে রওনা হওয়ার সময় পুলশের একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় নক্সেবন্দীর সঙ্গে তার পঞ্চম স্ত্রীও ছিল।
চতুর্থ স্ত্রীর আইনজীবী বলেন, ‘বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মামলার বাদীকে শারীরিকভাবে নির্যাতন করতেন নক্সেবন্দী। বিভিন্ন সময় স্ত্রী তার বাবার কাছ থেকে টাকা এনে দিলেও প্রতিনিয়ত আরও যৌতুকের টাকার জন্য চাপ দিচ্ছিলেন তিনি।
আইনজীবী আরো জানান, নক্সেবন্দীর বিরুদ্ধে তার আরও দুই স্ত্রীর করা দুটি মামলা চট্টগ্রাম ও কুমিল্লা আদালতে চলমান রয়েছে।