সুবিধাজনক অবস্থানে থেকে মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষ করল সফরকারী বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড লিড নিয়েছে ১৭ রানের।
বে-ওভালে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামে নিউজিল্যান্ড। দলীয় ২৯ রানে ১৪ করা টম ল্যাথামকে তাসকিন আহমেদ ও ৬৩ রানে ডেভন কনওয়েকে ফিরিয়ে দেন ইবাদত হোসেন। তৃতীয় উইকেটে প্রতরোধ গড়ে ৭৩ রান তোলেন রস টেইলর ও উইল ইয়াং। ৫৩তম ওভারে ৬৯ করা ইয়াং ও শুন্যতে নিকোলসকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন ইবাদত।
৫ উইকেটে ১৪৭ রান তুলে দিন শেষ করে কিউইরা। রস টেইলর অপরাজিত আছেন ৩৭ রানে।
এর আগে, তৃতীয় দিনের ৬ উইকেটে ৪০১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
Drop your comments: