চট্টগ্রাম বিভাগে কারিগরি শিক্ষাবোর্ডের তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ অধ্যক্ষ (কারিগরি) নির্বাচিত হয়েছেন বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু তাহের। প্রতিষ্ঠানটিও এ বছর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হওয়ার গৌরব অর্জন করেছে।
অধ্যক্ষ আবু তাহের ২০১৬ ও ২০১৮ সালে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন। ২০১৮ সালে তার পরিচালিত প্রতিষ্ঠানটিও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়।
১৯৯২ সালে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজে হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে তিনি চাকরি জীবন শুরু করেন। ওই কলেজে কর্মরত অবস্থায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০০০ এ তিনি উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) হওয়ার গৌরব অর্জন করেন।
বুড়িচং মডেল একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তাসহ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি দীর্ঘদিন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের সভাপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
ফজলুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও বুড়িচং মডেল ট্রাস্টের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি জ্ঞান তাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ এ্যাওয়ার্ড-২০১৯, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড-২০২০সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদকে ভূষিত হয়েছেন। তার লেখা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-১’ বইটি ২০১৮ সালে প্রকাশিত হয়। এছাড়া তার গবেষণামূলক লেখা জাতীয়সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে।