বিদেশে যেতে হলে এখন করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক। এ অবস্থায় বিদেশগামীদের জন্য করোনা পরীক্ষা করে সনদ দিতে বিশেষ ব্যবস্থা চালু করেছে চট্টগ্রামের সিভিল সার্জন দপ্তর।
বিদেশযাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা দিয়ে তিন দিনের মধ্যে পরীক্ষার ফল ও সনদ পাবেন যাত্রীরা। তবে এই ক্ষেত্রে বিদেশ যাওয়ার ভিসা বিমান টিকিট দেখানোর পাশাপাশি নগদ ৩৫০০ টাকা দিতে হবে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিদেশযাত্রায় করোনা সনদ অত্যাবশ্যকীয় হওয়ায় বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। যাত্রীরা বিদেশযাত্রার ৭২ ঘণ্টা আগে সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিশেষ বুথে নমুনা প্রদান করতে পারবেন।
নমুনা দেওয়ার আগে সিভিল সার্জনের কার্যালয় সংলগ্ন ইপিআই ভবনের নিচ তলায় সশরীরে এসে ৩৫০০ টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। নমুনা দেওয়ার পর থেকে বিদেশ যাওয়ার আগ পর্যন্ত আইসোলেশনে থাকবেন এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলবেন।
টাকা জমার সময় বিদেশ যাত্রার বিমানের টিকিট, পাসপোর্ট. ভিসার কপি দেখাতে হবে। নমুনা দেওয়ার দিনকে প্রথম দিন হিসাব করে এর তিন দিন পর নমুনা পরীক্ষার সনদ দেয়া হবে।
নমুনা প্রদান, পরীক্ষা, সার্টিফিকেটসহ যেকোন তথ্যের জন্য সিভিল সার্জন কার্যালয়ে কন্ট্রোল রুমের হটলাইনে (০৩১-৬৩৪৮৪৩, ০১৮৯৩৩৮৯৩৪৪) যোগাযোগ করা যাবে।