চট্টগ্রামের খুলশীতে হাত-পা বেঁধে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মোতালেব (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোতালেবকে খুলশী থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব জানায়, গত ২ জানুয়ারি জালালাবাদের বাসায় শিশুটিকে একা পেয়ে, চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মোতালেবের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা খুলশী থানায় মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোতালেব ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
Drop your comments: