চট্টগ্রামে লরির ধাক্কায় আরিফুল ইসলাম নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় সাঈদ হোসেন নামে আরেকজন আহত হয়েছেন। নিহত আরিফ বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলেন এবং তিনি নগরীর মধ্যম গোসাইলডাঙ্গা বড়বাড়ি এলাকার বাসিন্দা। আহত সাঈদ হোসেন একই থানার ফকিরহাট গোসাইলডাঙ্গার কাউছার আলীর ছেলে।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, আরিফুল সংগঠনের একজন নিবেদিত কর্মী ছিল। তার মৃত্যুতে দল একজন ত্যাগী নেতাকে হারালো। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আরিফুল মোটরসাইকেল করে যাচ্ছিলেন। ওই সময় দ্রুতগতির একটি লরি আরিফুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। ঘটনার পর লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।