চট্টগ্রামে মিরসরাইয়ের নামাজ শেষে ফেরার পথে একটি কাভার্ডভ্যান চাপায় এক আমেরিকা প্রবাসী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার এলাকায় শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর উল্লাহ (৩৬) মিরসরাই উপজেলার ২নম্বর হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা গ্রামের আমেরিকা প্রবাসী মাওলানা মো. ইউসুফের ছেলে।
নুর উল্লাহ’র মামা ইসহাক মাসদু জানান, শনিবার সন্ধ্যায় বারইয়ারহাট বোর্ড অফিস জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যানচাপা দেয়। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তিনি মারা যান।
তিনি জানান, নুর উল্লাহ স্বপরিবার আমেরিকা থাকেন। দুই মাস আগে স্ত্রী, তিন মেয়ে নিয়ে দেশে বেড়াতে আসেন। মা-বাবা আমেরিকা থেকে আসলে জানাযার সময় নির্ধারণ করা হবে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, আমি দুর্ঘটনায় নিহতের বিষয়ে অবগত নই। খোঁজ খবর নিয়ে দেখছি।