দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে খাগরিয়ায় আকতার হোসেন ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জসীমউদ্দীনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, অস্ত্রবাজির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন খাগরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরখাগরিয়ার মোহাম্মদ ওসমান গনি প্রকাশ কানা ওসমান (৪০), জুরারকুল এলাকার ও চেয়ারম্যান আকতার হোসেনের ভাই সরোয়ার জামান (৫০), ৪নং ওয়ার্ডের আহমদ কবির প্রকাশ ভুত্যাইয়া (৪৫) ও মাইজপাডার রিদুয়ান হাসান কাশমি (৩২)।
এর আগে মোহাম্মদখালি এলাকার জসিম উদ্দিনকে একটি লম্বাবন্দুকসহ আটক করেছিল পুলিশ। এ নিয়ে নির্বাচনি অস্ত্রবাজির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অস্ত্র ও গুলিসহ জামাল নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।