চট্টগ্রামে অন্যের হয়ে চাকরির নিয়োগ পরীক্ষা দিতে (প্রক্সি) আসায় জালাল উদ্দিন (২৪) নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আব্দুল কাদের রিমন নামে আরেকজনকে আটক করেছেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে তাদেরকে আটক করা হয়। জালাল উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, আজ সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা ছিল। সিটি করপোরেশন মিউনিসিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আবেদনকারী ছিলেন রিমন। প্রযুক্তির মাধ্যমে প্রবেশপত্র জালিয়াতি করে তার পরিবর্তে পরীক্ষা দিতে আসেন জালাল। বিষয়টি কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের সন্দেহ হয়।
পরে পরীক্ষার হলে হাজিরা তালিকার ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে দেখেন তিনি। এতে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরবর্তী সময়ে হাজিরা তালিকার তথ্য এবং প্রবেশপত্রের ছবি ও অন্যান্য তথ্য অনুসন্ধান করে দেখা যায়, হায়দার রশিদ নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে প্রবেশপত্রে নিজের ছবি বসিয়ে জালাল পরীক্ষা দিতে এসেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল জানান, পাঁচ হাজার টাকার বিনিময়ে হায়দারের হয়ে পরীক্ষা দিতে এসেছেন। তার দেওয়া তথ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ দুপুর ১টায় চসিক মিউনিসিপাল স্কুল সংলগ্ন এলাকা থেকে রিমনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমন জানান, জাহাঙ্গীরসহ আরও কয়েকজন নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা করছেন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।