আব্দুল ওয়াহাব, লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. মুসলিম উদ্দিন (৩৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ মে) রাতে উপজেলার আমিরাবাদ বটতলী মোটর স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুসলিম উদ্দিন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ১ নং ওয়ার্ড আবদুর রশিদ মাঝিরপাড়া এলাকার রফিক ড্রাইভারের ছেলে।
লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ১টি সাজা ও ৩টি নিয়মিত পরোয়ানাসহ ১টি নিয়মিত মামলা রয়েছে। শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
Drop your comments: