চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকে এম. রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ এর অঙ্গসংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে নব নির্বাচিত মেয়র রেজাউল করিমের বাসায় ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সংগঠনটি।
এসময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান, আলহাজ্ব মুহাম্মদ তৈহিদুল ইসলাম, আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম, কাজী মুহাম্মদ ইসমাইল, আবদুল্লাহ আল মামুন, মো. মইন উদ্দীন, মামুন ফারভেজ, মো. ইলিয়াছ, আলহাজ্ব মুহাম্মদ হাসান প্রমূখ।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী। আগামী পাঁচ বছরের জন্য চট্টগ্রামের নগরপিতা হয়েছেন তিনি।