গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার অহিদুল ইসলাম বিপিএম।
গৌরনদী কেন্দ্রীয় পূজা মন্ডপের আয়োজনে সোমবার রাতে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল পুলিশ সুপার অহিদুল ইসলাম বিপিএম।
বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মীনি ও জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভাপতি তাহমিনা জয়নব, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার ।
Drop your comments: