গোল্ডেন ভিসার আবেদন করার জন্য ডাক্তারদের আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই ভিসাধারী ও তাদের পরিবারকে দশ বছরের রেসিডেন্সি ভিসা দেবে দেশটি।
সংযুক্ত আরব আমিরাত স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থাগুলির দ্বারা লাইসেন্সপ্রাপ্ত সকল ডাক্তাররা জুলাই ২০২১ থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত Smartsevices.ica.gov.ae এর মাধ্যমে গোল্ডেন ভিসার আবেদন করতে পারেন।
দুবাই-লাইসেন্সপ্রাপ্ত ডাক্তার smart.gdrfad.gov.ae এর মাধ্যমে প্রযোজ্য হতে পারে। সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলি আবেদন পর্যালোচনা করে এই ভিসা প্রদান করবে।
গোল্ডেন ভিসা পাওয়া ডাক্তাররা আমিরাতের সাতটি প্রদেশেই গ্রহণযোগ্যতা পাবেন।
আমিরাত সরকার সম্প্রতি কোডারদের জন্য জাতীয় প্রোগ্রামের মাধ্যমে গোল্ডেন ভিসা আবেদন প্রক্রিয়ার শুরু ঘোষণা করেছে। এটির মাধ্যমে এক লাখ কোডারকে গোল্ডেন ভিসা দেয়া হবে।
বিভিন্ন বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ এবং মেধাবী শিক্ষার্থীদের গোল্ডেন ও সিলভার ভিসা দেয়ার ঘোষণা দিয়েছে আমিরাত। এর মাধ্যমে দেশটিতে দশ বছরের রেসিডেন্সি ভিসা ও উচ্চ বেতনের চাকরির ব্যবস্থা করবে।