শেখ জাহিদ হাসান, গোলাপগঞ্জ থেকেঃ শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ দিতে গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী দক্ষিণভাগ জামে মসজিদ কমিটির তত্ত্বাবধানে ২৭ জন শিশু নামাজীর মধ্যে বাইসাইকেল, জায়নামাজ, টুপি ও নগদ অর্থ বিতরণ করা হয়। টানা ৪০ দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করায় ওই শিশু-কিশোররা এই পুরস্কার পেয়েছেন।
গত শুক্রবার বাদ আসর মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রাদ আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ, গোলাপগঞ্জ এমসি একাডেমির অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুস সামি চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সমাজসেবী আব্দুল গনি চৌধুরী সাহান প্রমুখ।
এই উদ্যোগ দেশের নতুন প্রজন্মের মধ্যে ইসলাম শিক্ষা ও চর্চায় উৎসাহ প্রদানের ক্ষেত্রে দারুণ সংযোজন।
সারাদেশে বিভিন্ন গ্রাম-শহরে তাকবিরে উলার সাথে নামাজ আদায়সহ বিভিন্ন জরুরি দ্বীনি আমলের ক্ষেত্রে এ জাতীয় উৎসাহ দেয়ার চর্চা আরো বেশি করে শুরু হলে নতুন প্রজন্মের মধ্যে দ্বীনি ও নৈতিক জাগরণের স্পৃহা তৈরি হবে।