আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসানের সাময়িক বরখাস্তের আদেশ প্রায় ১৫ মাস পরে প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবুজাফর রিপন এর স্বাক্ষরিত এক সংক্রান্ত চিঠি ফরিদপুর জেলা প্রশাসকের পৌঁছেছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) চিঠিটি জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়। ঐ দিনই চেয়ারম্যান ইনামুল হাসান এ তথ্য আমাদের জানিয়েছে।
চেয়ারম্যান আমাদের জানান, জেলা প্রশাসক বরাবরে অনিয়ম না করার অঙ্গীকারনামা প্রদানের শর্তে প্রথমবারের মতো নির্দেশক্রমে ক্ষমা করা হলো।
সেইসঙ্গে স্থানীয় সরকার বিভাগ হতে গত বছরের ২০ মে তারিখের ৪৭৩ নং স্মারকে জারিকৃত চেয়ারম্যানের সাময়িক বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করা হলো।
চেয়ারম্যান আরও বলেন,‘অনিয়ম হলেও আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ ছিল না। প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করায় আমাকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু তদন্তে দুর্নীতি না পেয়ে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।’