নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা নির্বাচন ২১শে জুন অনুষ্ঠিত হবে। আড়াইহাজার উপজেলা নির্বাচন কমিশন অফিসে ১৫ ই জুন দুপুর ২ ঘটিকায়, স্থানীয় আড়াইহাজার থানার সংবাদকর্মী গোপালদী পৌরসভার নির্বাচনী এলাকার পর্যবেক্ষণের জন্য গাড়ির আবেদন জমা দিতে চাইলে, আড়াইহাজার গোপালদী পৌরসভার সাধারণ নির্বাচন -২০২৩ এর রিটানিং অফিসার, মোহাম্মদ বশির আহমেদ, জানান, গোপালদী পৌরসভা নির্বাচনে ২১ শে জুন কোন সাংবাদিকে গাড়ি নিয়ে চলাচলের অনুমোদন দেওয়া হবেনা।
কতিপয় রিটানিং কর্মকর্তার কাছে কারণ জানতে চাইলে, তিনি বলেন আমার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেন। স্থানীয় সাংবাদিক মহল মাঝে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় আড়াইহাজার প্রেসক্লাবের সদস্য পরিমল বিশ্বাস জানান, গাড়ির অনুমোদনের আবেদনের বিষয়টি নিয়ে স্থানীয় নির্বাচন কমিশনের কথা বলতে যেতেই, গোপালদী পৌরসভা রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ মন্তব্য শুনে আমি হতবাক , সাংবাদিকতার জীবনে কখনো, নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার এমন বক্তব্য শুনিনি, কোথাও এমন ব্যবহার পাইনি। এমতাবস্থায় আড়াইহাজার গোপালদী পৌরসভার নির্বাচনে সাংবাদিকদের কোনঠাসা করে, নির্বাচনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে । গোপালদী পৌরসভা নির্বাচনে রিটানিং কর্মকর্তার আচরণ প্রকাশ পেয়েছে, সরিষার ভিতর ভূত। বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে স্থানীয় সাংবাদিক মহলের প্রশ্ন?. সংবাদকর্মীদের উপস্থিতিতে , গোপালদী পৌরসভা নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে নাকি. সংবাদ কর্মীদের যেখানে স্বাধীনতা নেই, সুষ্ট নির্বাচন কিভাবে আশাকরা যায়?