গোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর আমিনুর রহমান খান (২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে কাশিয়ানী উপজেলার তালতলা খাল থেকে ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
আমিনুর গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমান খানের ছেলে। সে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার আমিনুর রহমান জানিয়েছেন, গত ১১ আগস্ট রাত ১১টার দিকে আমিনুর বাড়ি থেকে আলা ধরতে (মাছ শিকার) যান। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। এ ব্যাপারে তার পিতা গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং নিহতের পরিবার এটি নিখোঁজ আমিনুরের লাশ বলে শনাক্ত করেন।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।