গোপালগঞ্জের কোটালীপাড়ায় তেলের গোডাউনে লাগা আগুন থেকে তিনটি স্বর্ণের দোকানসহ ৩৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।শনিবার রাত ১০টার দিকে উপজেলার ঘাঘর বাজারের যমুনা ব্যাংকের সামনে একটি তেলের গোডাউন থেকে ওই আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে তেলের গোডাউনে আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় স্বর্ণের দোকানসহ মোট ৩৪টি দোকান পুড়ে গেছে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো: সিরাজুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে আগুন লাগার পর আমরা জানতে পারলে প্রথমে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে পাশের ফায়ার স্টেশনের আরো দুই ইউনিটকে খবর দেই। পরে তিন ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, এ ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসনের কাছে পাঠাব। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহোযোগিতা করা হবে।