
গৃহবধূকে হত্যা ও স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পৃথক মামলায় দুইজনকে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে কেরানীগঞ্জ ও নেত্রকোনা থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজীল জানায়, গেলো এক বছর ধরে পারিবারিক নানা বিষয়ে বিবাদের জের ধরে ঘটনার দিন নিজেই বাড়ি থেকে ডেকে নিয়ে পারভীন হত্যা করে। তাদের দেড় বছরের একটি সন্তান রয়েছে।
এদিকে, ময়মনসিংহের গৌরিপুরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই সন্তানের জনক আল আমীন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, গেলো ৯ অক্টোবর পারিবারিক কলহের জের ধরে ঝালকাঠি সদরে গৃহবধূ পারভীন আক্তারকে হত্যা শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী তানজীল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।
Drop your comments: