ভোলার মনপুরায় ঘরে ঢুকে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই মাঝির বিরুদ্ধে। এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মনপুরায় থানায় দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন।
পরে মনপুরা থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দুই মাঝিকে আটক করে। বৃহস্পতিবার ভোররাত ৩টায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- মো. আরিফ মাঝি (২৪) ও নাইম মাঝি (২২)। এদের দুইজনের বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সীতাকুন্ড গ্রামে।
ওই গৃহবধূ ও পুলিশের এজাহার সূত্রে জানা যায়, ওই রাতে গৃহবধূর স্বামী বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে বৃহস্পতিবার রাত ৩টায় আরিফ ও নাইম মাঝি ওই গৃহবধূর বাড়িতে ঢুকে পালাক্রমে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে ঘটনাটি জানায়। পরে স্বামীসহ ওই গৃহবধূ মনপুরায় থানায় এসে ঘটনায় জড়িত দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পরে দুপুর ৩ টায় পুলিশ অভিযান চালিয়ে দুই আসামি আরিফ মাঝি ও নাইম মাঝিকে উপজেলার মনপুরা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে আটক করে।
এই ব্যাপারে মনপুরা থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করে।