গুলিবিদ্ধ রোমিও ত্রিপুরাকে হাসপাতালে দেখতে জামায়াত নেতা সাবেক এমপি শাহজাহান চৌধুরী

খাগড়াছড়ি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম তুইচুই মৌজার মারলং পাড়ার ৭ বছরের শিশু গুলিবিদ্ধ রোমিও ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেছেন জামায়াতে চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক এমপি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সাবেক সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ রোমিও ত্রিপুরার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন ও তার আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেন। তিনি গুলিবিদ্ধ রোমিও ত্রিপুরার মা ও বাবার সাথে কথা বলেন এবং নগদ চিকিৎসা সহায়তা প্রদান করেন।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও মোরশেদুল ইসলাম চৌধুরী।

উল্লেখ্য যে গত ১১ ফেব্রুয়ারি খাগড়াছড়ি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম তুইচুই মারলাং গ্রামে নিজ বাড়িতে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলির সময় শিশুটি গুলিবিদ্ধ হয়। গোলাগুলি বন্ধ হলে আহত শিশুটিকে নিয়ে অভিভাবকেরা দুর্গম মারলংপাড়া থেকে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন। তাকে কাঁধে করে টানা চার থেকে পাঁচ ঘণ্টা হাঁটার পর সাড়ে নয়টায় তাঁরা সাজেক রুইলুই ভ্যালিতে পৌঁছান। তাকে নিয়ে খাগড়াছড়িতে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমকে হাসপাতালে পাঠিয়ে দেন।

Facebook Comments Box
Share: