বিএনপি এবং ছাত্রদলের যেসব নেতাকর্মী গুম হয়েছেন তাদের ফেরত চেয়েছেন বিএনপি নেতা ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে দলের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়া বাজারে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে এ দাবি জানান তিনি।
ইশরাক হোসেন বলেন, আমাদের দলের নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে গুম হয়ে গেছে তাদের আমরা ফেরত চাই। যাদের হদিস সরকার দিতে পারছে না তাদের কি করা হয়েছে তা জানানোর জোর দাবি জানাই।
বিএনপির এই নেতা বলেন, আমার পুরান ঢাকা থেকেই কমপক্ষে অর্ধ শতাধিক বিএনপি নেতা-কর্মী গুম হয়েছেন। তাদের অনেকেই ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তাদের হারিয়ে ফেলে অনেক পরিবার অসহায় হয়ে পড়েছেন। অবিলম্বে নিখোঁজ সন্তানদের তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।