আবু নাসের খাঁন (পলাশ), কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা নগরীতে মাদকের বিরুদ্ধে কথা বলায় আশিকুর রহমান আশিক নামের এক তরুণকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রধান আসামি ও সিসি টিভির ফূটেজ থাকার পরেও উদ্ধার করা যায় নি আশিককে। এ ঘটনায় আশিকের মা বাদী হয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।
কুমিল্লা নগরীর দৌলতপুর এলাকার একটি বাসায় মা ও বাবাকে নিয়ে থাকেন যুবক আশিক। আজ থেকে ১৫ দিন আগে তার নিজ বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় মশু ও তার গ্যাং। এসময় মশু ও তার সহযোগীরা আশিকের বাড়ি ভাংচুর করে আশিককে টেনে হেচড়ে নিয়ে যায়।
জানাযায়, মশু ও তার গ্যাং বহুদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এলাকাবাসী বাধা দিলে অনেককেই মারধর করে তারা। এছাড়াও তারা মাদক ব্যবসার সাথেও জড়িত বলে এলাকাবাসীর দাবী।
আশিকের মা জানায়, আশিককে তুলে নিয়ে গিয়ে মাদক কারবারিরা হত্যার পর লাশ গুম করে থাকতে পারে। এতদিন পরেও ছেলেকে ফিরে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এলাকাবাসীর দাবি, এই গ্যাংটিকে এখনি আইনের আওতায় না আনা হলে এধরনের অপকর্ম ভবিষ্যতেও হবে।
কুমিল্লা কোতোয়ালি থানার ওসি শাহিদুর রহমান বলেন, একজন আসামি গ্রেফতার আছে, অতি দ্রুত এই রহস্য উন্মোচিত হবে।