ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো মতিঝিলের শাপলা চত্বরের সামনে অবস্থান নিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আজ বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান এবং ঘটনার প্রকৃত আসামির গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি করেন।বুধবার রাতে নিহতের বাবা শাহ আলম বাদী হয়ে সড়ক ও পরিবহন আইনে মামলা করেছেন। ওই মামলায় গাড়িচালক রাসেল খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।
বুধবার সকালে রাজধানীর গুলিস্তান হল মার্কেট মোড়ে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী নাঈম হাসান।