গাজীপুরের কাপাসিয়ায় লন্ডন প্রবাসীর বাড়ির সৌন্দর্য বৃদ্ধি না পাওয়ায় প্রতিবেশী সৌদি প্রবাসীর বাড়ির সামনের ২২টি ফলদ গাছ কেটে উধাও করার অভিযোগ পাওয়া গেছে।
প্রভাবশালী মহলের যোগসাজশে গত বুধ ও বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী সাইফুল ইসলাম ফকিরের বাড়ির আঙিনার আম, জামসহ ২২টি ফলদ গাছ কেটে নেয় দুর্বৃত্তরা। এতে তিনি প্রায় ৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা যায়।
রোববার এ ঘটনায় সৌদি প্রবাসীর ভগ্নিপতি আশরাফ বাদী হয়ে লন্ডন প্রবাসী সালাউদ্দিন ও কামাল উদ্দিনের বড় ভাই বোরহান উদ্দিনকে প্রধান আসামি এবং স্থানীয় মাসুদকে দুই নম্বর আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবেশী একে বোরহান উদ্দীন ও মাসুদের সহযোগীরা অনেক দিন ধরে বিভিন্নভাবে তাদের বাড়ির সামনে থেকে সৌদি প্রবাসী সাইফুলের জায়গায় লাগানো গাছগুলো কেটে নেওয়ার চেষ্টা করে আসছে। বোরহান উদ্দিন ও প্রবাসী দুই ভাই কোটি টাকা ব্যয়ে আলিশান বাড়ি তৈরি করেছেন। ফলদ গাছগুলো থাকার কারণে আলিশান বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে না বলে তাদের অভিযোগ। গাছগুলো কেটে দেওয়ার জন্য সাইফুলকে জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে। প্রভাবশালী মহল মোটা অঙ্কের বিনিময়ে গাছ কেটে উধাও করে নিয়ে যাওয়ার পর এখন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
এ বিষয়ে অভিযুক্ত বোরহানউদ্দিন যুগান্তরকে বলেন, নিউজটি কইরেন না, দু-এক দিনের মধ্যে আমরা বসে সমাধান করে নেব।
এ বিষয়ে ভুক্তভোগী সাইফুলের ভগ্নিপতি আশরাফ বলেন, আমার স্ত্রীদের পরিবারে ওরা ৬ বোন, এক ভাই। শ্যালক সাইফুল বিদেশে থাকেন এবং তার স্ত্রী সাতক্ষীরায় একটি কলেজে চাকরি করেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে বোরহান গাছগুলো কেটে নিয়ে গেছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এমএ ওয়াহাব খান খোকা বলেন, গাছ কেটে নেওয়া হয়েছে এটা সত্য। জায়গাটা সাইফুলের গাছগুলোও সাইফুলের। কেউ বাড়িতে না থাকলে তার গাছ কেটে নিতে হবে এটা ঠিক হয়নি। এটা অন্যায় হয়েছে, এ বিষয়ে আদালত আইনানুগ ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
কাপাসিয় থানার ওসি এএসএম নাসিম বলেন, এ বিষয় আমার কাছে কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
উৎসঃ যুগান্তর