গাজীপুরের শ্রীপুরে রিদিশা গ্রুপের ফরমুলা ওয়ান স্পিনিং মিলের নির্মাণাধীন ছাদ ধসে অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে হোসেন আলী ও নূর জাহান নামে ২ নির্মাণ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পার্শ্ববর্তী একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যান্যদেরও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে অপরিকল্পিতভাবে ছাদ ঢালাইয়ের কাজ শুরু করে কারাখানা কর্তৃপক্ষ। এর পরেই মঙ্গলবার (৭ জুন) বিকালে ছাদ ধসে নির্মাণ শ্রমিকদের উপর পড়ে যায়। পরে, কারাখানার শ্রমিক আর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান জানান, তদন্ত করে পুলিশ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটিও খতিয়ে দেখবেন। তবে কারখানা কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি।