গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি (আমবাগ) এলাকা কয়েকটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। রবিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল হামিদ মিয়া অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
ডিএডি আবদুল হামিদ মিয়া জানান, আমবাগ এলাকার মিতালী ক্লাব সংলগ্ন ঝুট গুদামে হঠাৎ আগুন লেগে যায়। এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও ডিবিএল’র ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কয়টি ঝুট গুদামে আগুন লেগেছে তাও নিশ্চিত হওয়া যায়নি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করতে সময় লাগছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।