![InShot_20220805_182804542](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/08/InShot_20220805_182804542-scaled.jpg)
গত কয়েক দিনের উত্তেজনার মধ্যে গাজায় বিমান হামলা চালালো ইসরাইল। একইসঙ্গে সেখানে ‘বিশেষ পরিস্থিতি’ ঘোষণা করেছে দেশটি। পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নেতাকে গ্রেপ্তারের পর থেকে ক্রমশ উত্তেজনা বাড়তে থাকে। ইসরাইলের অভ্যন্তরে হামলার হুমকিও দেয় গাজার ইসলামিক জিহাদ।
আল-জাজিরার খবরে জানানো হয়, শুক্রবার গাজা শহরে বিমান হামলা চালায় ইসরাইল। সেখানে একটি উঁচু ভবনের সপ্তম তালা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, আইডিএফ এখন গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে। সেখানে ‘বিশেষ পরিস্থিতি’ ঘোষণা করা হয়েছে।
ইসরাইলে হামলা হতে পারে এমন আশঙ্কা গত ক’দিন ধরে বাড়ছিলই। হামলা ঠেকাতে গাজার সঙ্গে সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে দেশটি। অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে সেখানে। সোমবার ইসলামিক জিহাদের এক নেতাকে গ্রেপ্তারের পর থেকেই এই আশঙ্কা বাড়তে থাকে।
ধারণা করা হচ্ছে, ইসলামিক জিহাদের টার্গেটেই হামলা চালিয়েছে ইসরাইল। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি ইসরাইলের হামলায় কেমন ক্ষতি হয়েছে।