গাঁজাসহ বিজিবির হাতে আটক হওয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ মান্নাকে (২৩) ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আসিফ মান্না উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী গ্রামের ফারুক চৌধুরীর ছেলে।
ছাত্রলীগ নেতা মান্নার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘আসিফ মান্না ছাত্রলীগের নীতি ও আদর্শের পরিপন্থী কাজ করেছেন। সংগঠনের ভাবমূর্তি জড়িত থাকায় তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের জন্যে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।’
উল্লেখ্য, বুধবার (২৩ জুন) বিকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের বিষ্ণপুর (বিওপি) বিজিবি ক্যাম্পের সামনে তিন কেজি গাঁজাসহ ছাত্রলীগ নেতা আসিফ মান্নাকে আটক করা হয়। পরে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তার ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেন।