৩০ জানুয়ারি বাংলাদেশের চালের বাজার নিয়ে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) বৈদেশিক বিভাগের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের জানুয়ারিতে মোটা চালের গড় দাম ৩২ টাকা হলেও এখন তা ৪৮ টাকা ছুঁইছুঁই। বেড়েছে অভ্যন্তরীণ চাহিদা। সাথে প্যাকেটে বিক্রির জন্য বাজার থেকে চাল কিনে নিচ্ছে শিল্প প্রতিষ্ঠান। শুধু মোটা চালে গুনতে হচ্ছে বাড়তি ১৫ টাকা। ভোগান্তি বাড়িয়েছে ডিজেলের নতুন দাম।
এদিকে রাজধানীর বাজারের অবস্থা আরও বেগতিক। দোকানে যোগানের কমতি নেই। সবশেষ আমন মৌসুমে ভরপুর ফলনও পেয়েছে কৃষক। তারপরও ৬০ টাকার নিচে মিলছে না মিনিকেট। নাজিরশাইলের কেজি ৭৫ টাকা। ৫০ টাকা গুনতে হবে মোটা আঠাশ চালের জন্য।
Drop your comments: