গতকাল রাত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবার রক্তক্ষরণ হচ্ছে। এবার তার অবস্থা আরও সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন বিএনপি’র মহাসচিব। তিনি বলেন, তার অবস্থা সঙ্কটাপন্ন। আর দেরি না করে সুচিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশে নেয়া প্রয়োজন।
এসময় মির্জা ফখরুল বলেন, তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। তিনি বলেন, কারাগারে থাকার সময় কোনো চিকিৎসাই হয়নি তার। সুস্থ অবস্থায় কারাগার গেছেন। তিনি আরও বলেন, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আস্থা নেই জন্যই সবাই বিদেশ যাচ্ছে।
এসময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র চলছে। একনায়কতন্ত্র চলছে শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। ভালো শিক্ষার্থীরা শিক্ষক হতে পারে না। শুধু সরকারের পক্ষে থাকলেই চাকরি পাওয়া যায়।