এস এম মোদাসসের শাহ,ইউএই থেকেঃ গণতান্ত্রিক অধিকার আদায়ের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপি’র সমন্বয়ক আহমেদ আলী মুকিব৷
মুন্সীগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশ ও আ.লীগের হামলায় যুবদল নেতা শাওন হত্যা, বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট বরকত উল্লাহ বুলু ও তাবিথ আউয়ালের উপর আক্রমণের প্রতিবাদে শনিবার (২৪ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
এসময় তিনি বলেন, ‘বর্তমান ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করতে হলে দেশ ও বিদেশের সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু বিএনপি নয় রাজনৈতিক ও অরাজনৈতিক সকল দেশ প্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার কর্মসূচিতে বাধা দেওয়ার পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে। পুলিশ নির্ভর সরকারকে হঠাতে হলে এখনই রুখে দাঁড়াতে হবে বলে৷’
ইউএই বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খাঁন, আবুল বসর প্রমুখ৷
এর আগে মধ্যপ্রাচ্যের সমন্বয়ক আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন বিএনপি’র কমিটি নিয়ে বিস্তর আলোচনা হয়। এতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নতুন কমিটির প্রতি আনুগত্য থাকার ব্যাপারে নির্দেশনা দেন আহমেদ আলী মুকিত। তিনি বলেন, যে বা যারা দায়িত্ব পাবেন তাদের এড়িয়ে কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।