সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি চূড়ান্ত করে একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়তে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের অফিসে বিএনপির প্রতিনিধিদের সঙ্গে গণতন্ত্র মঞ্চের এ বৈঠক শুরু হয়। এটি মঞ্চের সঙ্গে বিএনপির দ্বিতীয় বৈঠক।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
বৈঠকে গণতন্ত্র মঞ্চের শরিকদের মধ্যে উপস্থিত রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন স্বপন, ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।
এর আগে গত ১৫ নভেম্বরের গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠকে দলটির পক্ষ থেকে যুগপৎ আন্দোলন ভিত্তি হিসেবে ১০ দফা খসড়া প্রস্তাবনা দেওয়া হয়।