বাগেরহাট প্রতিনিধিঃ খুলনা-মংলা মহাসড়কের রামপাল বাবু বাড়ি নামক স্থানে মোটরসাইকেল এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত দুইজন মোংলা দিগরাজ কাপালির মেঠ এলাকার জাহাঙ্গির হোসেন (৫৫) এবং তার স্ত্রী রেহানা বেগম (৪৫) প্রত্যক্ষদশীরা জানান সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার সময় মোংলা গামী একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার পরপরই রামপাল থানা পুলিশ, কাটাখালি হাইওয়ে পুলিশ এবং মোংলা ফায়ার সার্ভিস সেখানে পৌছে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ট্রাক ( যশোর ট ১১-২৫৫৩) এবং চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
Drop your comments: