খুলনার বড় বাজারে তুলার পট্টিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান। বুধবার (৫ অক্টোবর) দুপুর একটার দিকে বাজারের ডেল্টাঘাট এলাকার একটি দোকানে আগুন লাগে।
খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি। ব্যবসায়ীরা জানান, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর জন্য আজ বাজার বন্ধ ছিল। আগুন লাগার কারণ সম্পর্কে এখনই কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Drop your comments: