May 17, 2024, 2:06 pm

খুলনার কয়রায় অতিথি পাখিতে মুগ্ধ এলাকাবাসী

  • Last update: Saturday, December 31, 2022

মিনহাজ দিপু, খুলনা প্রতিনিধিঃ প্রতিবছর শীতের শুরুতে আমাদের দেশে নাম না জানা রংবেরঙের অনেক অতিথি পাখি বেড়াতে আসে। নদী, বিল, জলাশয় ও পুকুরে এসে ভরে যায় এসব পাখিররা। তেমনি খুলনার কয়রা উপজেলায় প্রতি বছরই শীতের সময়ে এই পাখিদের আগমন দেখা যায়।

কপোতাক্ষ নদের কোল ঘেঁষা, গোবরা মিনি সুন্দরবন ও মদিনাবাদ লঞ্চঘাট সংলগ্ন মিনি সুন্দরবনসহ বড় আকৃতির জলাশয় গুলোতে এসব পাখিরা ঝাঁকে ঝাঁকে এসে জলখেলিতে আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করে। এসব পাখিরা হিমালয়ের পাদদেশে অবস্থিত তিব্বতের লাদাখ থেকে আমাদের দেশে প্রবেশ করে। সাইবেরিয়া থেকেও এসব পাখি আসে।

এরা কিছু দিন থাকার পর আবার ফিরে যায় নিজ দেশে। আগত অতিথি পাখি গুলো অনেক সময় শিকারীর কাছে ধরা পড়ে। এটা গুরুতর অপরাধ।
কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন গোবরা মিনি সুন্দরবনে ও মদিনাবাদ লঞ্চঘাট সংলগ্ন মিনি সুন্দরবনে কয়েক হাজার অতিথি পাখি দেখা গেছে। তাদের কিচিরমিচির শব্দে এই এলাকায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। কয়রার মিনি সুন্দরবনে আসা অতিথি পাখি দেখতে দূর দুরান্ত থেকে অনেক মানুষ দেখতে আসেন।

জানা যায়, কয়রায় অতিথি পাখির নিরাপদ অভয়ারণ্যে সৃষ্টি করতে স্থানীয় সাংসদ মোঃ আক্তারুজ্জামান বাবু কঠোর নির্দেশনা রয়েছে। সেকারণেই কয়রার গোবরায় মিনি সুন্দরবনে নিরাপদ মনে করেন আগত অতিথি পাখিরা। সেজন্যে কয়রার প্রতিটি জলাশয়, দিঘি, খাল, বিলে অতিথি পাখির বিচরণ দেখা যায়।

কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম জানান, প্রতি বছর শীত মৌসুমে আমার ইউনিয়নে অবস্থিত কপোতাক্ষ নদের তীরে অবস্থিত গোবরা মিনি সুন্দরবনে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটে। আগত অতিথি পাখি গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কয়রা সদর ইউনিয়নে গোবরা এলাকার সকল মানুষ আন্তরিক ভাবে দেখভাল করে। এই এলাকার মানুষ অতিথি পাখি দেখতে ও মিনি সুন্দরবন দেখতে আসে। পাখিদের সাথে ছবি ধারণ করেন। অপরদিকে গোবরার মিনি সুন্দরবনে নানান রকম মনোমুগ্ধকর পরিবেশে আশ্রিত পাখিদের জলখেলি দেখতে পাখি প্রেমীরা এখানে আসেন বলে স্থানীয়রা জানান

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC