খুলনা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলা প্রশাসন ও সোনালী লাইফ ইনস্যুরেন্সের উদ্যোগে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচির আয়োজন করে ।আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা। র্যালী ও শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মমিনুল ইসলাম।
আজ (১ মার্চ ) সকাল ১০ টায় জাতীয় বীমা দিবসে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সোনালী লাইফ কয়রা মেট্রোর প্রতিনিধি সবুজ হাওলাদার এর পরিচালনায় ও মফিজুল ইসলামের সহযোগিতায় কয়রা মেট্রোর সকল কর্মীগণ র্যালী শেষে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.হাবিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা।
আলোচনায় সভায সোনালী লাইফের সাত দিনে মধ্যে গ্রাহকের দাবি পরিশোধ,বীমার মেয়াদ শেষে পূর্ণ বীমার টাকা পরিশোধ, অনলাইনের মাধ্যমে যাবতীয় লেনদেন, চারটি আন্তর্জাতিক পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানের সুনামের কথা আলোচনায় উঠে আসে। আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মমিনুর রহমান বলেন “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ”। দেশের বীমাও ইনসুরেন্সের হাত ধরে এগিয়ে চলছে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে যুবক ও যুবতীরা কাজ করলে দেশের ও জাতীর উন্নয়ন হবে।