রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
সোমবার (২৫ অক্টোবর) বিকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বায়োপসি রিপোর্ট সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে জাহিদ হোসেন জানান, এ ধরনের রিপোর্ট আসতে অন্তত ৭২ ঘণ্টা সময় লাগে। এর আগে তো বলা যায় না।
এ সময় জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন। বায়োপসির পর তিনি তারেক জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি তার ছোট ভাই শামীম ইস্কান্দার ও আরাফাত হোসেন কোকোর স্ত্রীর সাথে কথা বলেছেন। তিনি এখন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পর্কে প্রশ্ন করা হলে গণমাধ্যমের তথ্য প্রকাশ নিয়ে বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করেন। তিনি ভালো করে খোঁজ-খবর নিয়ে সংবাদ প্রকাশ করতে গণমাধ্যমকে আহ্বান জানান।