মিনহাজ দিপু, খুলনা প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা আজ সোমবার (২৬/৯/২২) সকাল ১০ টায় কয়রা থানা চত্বরে অনুষ্ঠিত হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কয়রা থানার ওসি তদন্ত মোঃ ইব্রাহিম আলী, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, আলহাজ্ব মোঃ আঃ সামাদ গাজী,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলিপ কুমার বৈরাগী,কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, ইউপি সদস্য হরষিত মন্ডল, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ননী গোপাল মজুমদার, অনিমেষ মন্ডল, মনি মোহন সরকার,ত্রিনাথ মন্ডল,বিজয় মন্ডল, কোমলেশ মন্ডল প্রমুখ।
মত বিনিময় সভায় কয়রায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।