মিনহাজ দিপু, কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, সনদপত্র বিতরনণ সহ যুব ঋনের চেক বিতরণ করা হয়।
আজ (১ নভেম্বর) সকাল ১০ টায় যুব দিবস উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কোমলেশ মন্ডলের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ ও কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার মো. আছাদুল হক।
আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান বলেন ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। দেশকে এগিয়ে নিতে ও শক্তিশালী করে তুলতে প্রথমত দরকার এদেশের যুব শক্তি। এ দেশের যুব ও তারণ্যের হাত ধরে এগিয়ে চলছে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে যুবকরা কাজ করবে। আলোচনা সভা শেষে যুবকদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র ও ১২ জন যুবেরর মাঝে ঋনের চেক বিতরণ করা হয়।