আহাম্মদ সগীর চুয়াডাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতা কোন মামুর বাড়ির বিষয় নয়। ক্ষমতা জাতির পক্ষ থেকে বিশাল আমানত। ক্ষমতা দিয়ে আল্লাহ কাউকে কাউকে পরীক্ষা করেন আবার কাউকে কাউকে সাহায্য করেন। কাউকে অভিশপ্ত করেন কাউকে অভিনন্দিত করেন। শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, আল্লাহ যাকে চান তাকে একটু ক্ষমতা দেন। আবার যখন বাড়াবাড়ি হয় তখন ঘাড়ে ঠিকমতো ধরে ক্ষমতা কেড়ে নেন। যে পুলিশ একসময় বাধ্য হয়েছে একবারের জায়গায় তিনবার স্যালু্ট দিতে সেই পুলিশই আবার এখন হাতে হ্যান্ডকাপ লাগাচ্ছে। এটা আল্লাহর বিধান।
তিনি বলেন, আগে সাংবাদিকদের বিভিন্ন ধরনের মিথ্যা খবর সরবরাহ করতে বাধ্য করা হয়েছে। অবশ্য এক্ষেত্রে কিছু দলবাজ থাকতেই পারে। তবে আমরা চাই মিডিয়া এখন থেকে কালোকে কালো বলবে সাদাকে সাদা বলবে। চোখে চোখ রেখে সংবাদ পরিবেশন করবে। কিন্তু এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খবর আসে কোনো চাঁদাবাজের বিরুদ্ধে যখন কোনো সাংবাদিক বন্ধু সত্য খবর তুলে ধরেন তখন তাকে হত্যার হুমকি দেওয়া হয়। দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। মাঝে মাঝে সেসব অভিও-ভিডিও সামাজিক মিডিয়ায় চলেও আসে। খারাপ হলে গাছ কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে। এগুলোকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, অনেকে মনে করেন এখনও আগের জমানা আছে। যখন তাদেরকে কোর্ট বা কাস্টডি থেকে নেওয়া হয় তখন তারা মাথা গরম করে কথা বলে। এখন আর মাথা গরম করে লাভ নেই। এখন জাতির মধ্যে বীর সন্তানদের জন্ম হয়ে গেছে। আন্দোলনের সময় তাঁরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। রক্ত গরম হলেও মাথা ঠান্ডা রেখেছে। কাপুরুষ এবং চোরের দল এখন সুবিধা করতে পারবে না ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমির মো. রহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন। এছাড়া বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম প্রধান খন্দকার আলী মোহসিন, যশোর জেলা আমির গোলাম রসুল, ঝিনাইদহ জেলা আমির মুহা. আলী আজম, কুষ্টিয়া জেলা আমির আবুল হাসেম ও মেহেরপুর জেলা আমির তাজ উদ্দীন খাঁন। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ ও মো. আব্দুল কাদের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আসলাম অর্ক ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ। সম্মেলন সফল করতে শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা টাউন ফুটবল মাঠে উপস্থিত হতে থাকেন। দুপুরের আগেই মাঠ পরিপূর্ণ হয়ে যায়। কর্মী সম্মেলন পরিচালনা করেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।