নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের শান্তি পাড়া বায়তুন নূর জামে মসজিদের দান বাক্স ও আজান দেওয়ার মেশিন চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।
শান্তি পাড়া নূরানী মাদরাসার পরিচালক ও মসজিদের মুসল্লি মো.রাসেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, বুধবার যোহরের নামাজের পরপরই এ চুরির ঘটনা ঘটে। এ সময় মসজিদে কোন তালা দেওয়া ছিলনা। এ সুযোগে দুর্বত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আজান দেওয়ার মেশিনটি পুরোপুরি নতুন ছিল। মেশিনটি ক্রয়ের টাকাও এখনো পরিশোধ করা হয়নি। এর মধ্যে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। মেশিনটির বর্তমান বাজার মূল্য ষাট হাজার টাকা। এ সময় দুর্বৃত্তরা গত সাত দিনের দানের টাকাসহ দান বক্সটি ভেঙ্গে নিয়ে যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার জানান, এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।