কোনো বিদেশি শক্তি কোনোদিন কাউকে ক্ষমতায় বসাতে পারবে না। শুধুমাত্র দেশের জনগণ তা পারবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, ডিসেম্বর মাসে বিএনপি ১০ লাখ মানুষের সমাবেশের ভয় দেখাচ্ছে। কিন্তু ডিসেম্বর বিজয়ের মাস, বিএনপির নয়।
ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যারা দলের দুর্নাম সৃষ্টি করেছে তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবে না।
যারা সিট, ভর্তি বাণিজ্য, দুর্নীতি ও অপকর্ম করছে তাদের স্থান আওয়ামী লীগে নেই বলে এ সময় উল্লেখ করেন দলটির সাধারণ সম্পাদক। জানান, এমন ব্যক্তিদের তালিকা করা হচ্ছে।
Drop your comments: