এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ কোন যড়যন্ত্র অর্জিত বিজয়কে ধূলিসাৎ করতে পারবে না। জনগণ সচেতন থাকলে কোন ষড়যন্ত্রই ছাত্র জনতার বিজয়কে ধূলিসাৎ করতে পারবেনা। কোতোয়ালী থানা আলকরণ ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর বিশিষ্ঠ পরিবেশবীদ মোঃ নজরুল ইসলাম।
৯ ডিসেম্বর ( সোমবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালী থানার অন্তর্গত আলকরণ ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।আলকরণ ওয়ার্ড জামায়াতের আমীর আজগর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানার আমীর মোঃ আমির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, শাহাদাতের জজবা লালন করে কর্মীরা ময়দানে দায়িত্বপালন করলে বিজয় অবশ্যই আসবে ইনশাআল্লাহ। ‘হয়তো শহিদ নয়তো বিজয়’ এই শপথে আমাদের বলিয়ান হতে হবে। শাহাদাতের চেতনা লালন এবং সাংগঠনিক মজবুতি অর্জন করতে পারলে অচিরেই বাংলার জমিনে ইসলামী আন্দোলন বিজয়ের মুখ দেখবে। তিনি আরো বলেন, ইসলামের বাইরে অন্য কোন বিধান আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবেনা। তাই জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের ইসলামকে একমাত্র জীবনোদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য থানা আমীর মোঃ আমির হোসেন বলেন, জামায়াতের দায়িত্বশীলদের সংগঠনের শৃঙ্খলা ও আনুগত্য প্রতি দায়িত্ববান থেকে ময়দানে কাজ করতে হবে। দায়িত্বশীলরা আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ অবশ্যই রহম করবেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন- নায়েবে আমীর জামাল উদ্দীন, সেক্রেটারী মাওলানা মইন উদ্দীন, সহঃ সেক্রেটারি সরোয়ার কামাল, জাহেরুল ঈমান, আবদুস শাকুর, শওকত আজীজ, মোঃ সেলিম প্রমুখ