![ED1091A3-939A-476D-BC18-D710BD58F0A7](https://banglaexpressonline.com/wp-content/uploads/2021/06/ED1091A3-939A-476D-BC18-D710BD58F0A7-scaled.jpeg)
বুধবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ ও আইফোনসহ তিন চোরাকারবারিকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
এনএসআই সূত্র জানায়, সংঘবদ্ধ একটি চোরাকারবারি চক্র স্বর্ণ পাচার করছে- এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় এনএসআইয়ের একটি টিম। সন্ধ্যার দিকে ১ কেজি ৩২৮ গ্রাম স্বর্ণ, পাঁচটি আইফোন ও তিনটি ট্যাবসহ তিন জনকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
Drop your comments: