আবারও যুক্তরাষ্ট্রের ফুটবলে ফিরলেন ওয়েন রুনি। খেলোয়াড়ি ক্যারিয়ারের শেষ সময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ডিসি ইউনাইটেডে। এবার কোচিং ক্যারিয়ারে একই ক্লাবে ফিরলেন সাবেক এই ইংলিশ স্ট্রাইকার। দলটির ডাগ আউট সামলাবেন তিনি। মাত্র তিন সপ্তাহ আগেই রুনি ইংলিশ ক্লাব ডার্বি কাউন্টির কোচের দায়িত্ব ছাড়েন।
সাবেক ইংলিশ তারকা ক্লাবটির দায়িত্বে ছিলেন প্রায় ১৭ মাসের মতো। ৩৬ বছর বয়সী রুনি ২০১৮ সাল থেকে প্রায় দেড় বছর মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেডের জার্সিতে খেলেছেন। সবমিলিয়ে তিনি ৩৫টি ম্যাচ খেলেন। ডিসি ইউনাইটেডের সঙ্গে তিন বছরের চুক্তির মাঝ পথেই ডার্বি কাউন্টির প্রস্তাবে সাড়া দিয়ে চলে আসেন ইংল্যান্ডে।
২০২০ সালে কোচ-খেলোয়াড় দ্বৈত পরিচয়ে ডার্বিতে যোগ দেন। এরপর গত জানুয়ারিতে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে স্থায়ীভাবে দলটির প্রধান কোচের দায়িত্ব নেন। কিন্তু ক্লাব পরিচালনা ও আর্থিক নানা অনিয়মের কারণে ২১ পয়েন্ট কেটে নেওয়ার পর ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লিগ চ্যাম্পিয়নশিপ থেকে অবনমন হয় ডার্বির। যে কারণে দায়িত্ব ছাড়েন রুনি।
ওয়েইন রুনির ফুটবল ক্যারিয়ার শুরু এভারটনের জার্সিতে। কিন্তু নিজেকে চিনিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে। এক যুগেরও অধিক সময় রেড ডেভিলদের হয়ে মাঠ মাতিয়েছেন রুনি। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ২০০৪ সাল থেকে ২০১৭ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন রুনি। এরপর এভারটন ঘুরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এবার কোচ হিসেবেই আবারও সেখানে ফিরছেন তিনি।